এক প্রকার হটাৎ করেই যেন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন টমি হেমিং। ২০২৩ সালের জুলাই মাসে কিউরেটর হিসাবে যোগ দেন বিসিবিতে তবে চুক্তির আরো এক বসর বাকি থাকতেই বিদায় জানাচ্ছেন বিসিবিকে। গতকাল এক সংবাদ বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ক্রিকেট মাঠ নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল এবং মাঠ বিশেষজ্ঞ ও বলা যায় টমি হেমিং কে।